শিমুলিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

নাব্য সঙ্কটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরির পাশাপাশি লঞ্চ চলাচলও বন্ধ হয়ে যাওয়ায় এ রুটে চলাচলকারীদের দুর্ভোগ চরমে উঠেছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2020, 08:29 AM
Updated : 19 Oct 2020, 08:39 AM

সোমবার বেলা ১২টা থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয় বলে বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক সাহাদাৎ হোসেন জানান।

সাহাদাৎ বলেন, “শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের লৌহজং টার্নিংয়ের কাছে চ্যানেলের মুখে যাত্রীবাহী চারটি লঞ্চ ডুবো চরে আটকা পরে। এর পরই লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।

“লঞ্চ চলতে পানির গভীরতা দরকার ৬ ফুট। সেখানে এখন পানি আছে চার ফুটের কম। তাই ফেরির মত লঞ্চ চ্যানেলের মুখে আটকে যাচ্ছে।

তবে নাব্যতা ফেরাতে ড্রেজিং চলছে।”

এই রুটে ৫ দিনের মত ফেরি চলাচল বন্ধ রয়েছে। আর এখন লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণাঞ্চলের ২১ জেলার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে বলে জানান বিআইডব্লিউটিএ’র এ কর্মকর্তা।

তিনি বলেন, এখন শুধু স্পিডবোট চলাচল করছে; ফলে এ সুযোগে জন প্রতি ১৫০ টাকার স্থলে ২০০ টাকা আদায় করা হচ্ছে।”

শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ১৭টা ফেরি, ৮৭টি লঞ্চ আর সাড়ে ৪ স্পীডবোট চলাচল করত বলে জানায় ঘাট কর্তৃপক্ষ।