শেরপুরে মাকে পুড়িয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

শেরপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় মাকে পুড়িয়ে হত্যার অভিযোগে কিশোর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2020, 05:57 PM
Updated : 17 Oct 2020, 05:57 PM

জেলার শ্রীরবদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, অগ্নিদগ্ধ ওই মা শনিবার মারা গেলে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত হুনুফা বেগম (৪০) শ্রীবরদী পৌরশহরের তাঁতিহাটি পশ্চিমপাড়া এলাকার সদাগর আলী সাদার স্ত্রী ও শেরপুর শহরের চকপাঠক এলাকার আলাউদ্দিন আলার মেয়ে।

এ ঘটনায় শনিবার বিকালে হুনুফার ভাই দুলাল মিয়া থানায় মামলা করেছেন।

ওসি রুহুল মামলার নথির বরাতে বলেন, হুনুফার তিন ছেলেমেয়ের মধ্যে মেজো ছেলে (১৭) কিছুদিন ধরে মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না করে আসছিল। এতে রাজি না হওয়ায় গত রোববার রাতে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ওই ছেলে। অগ্নিদগ্ধ হুনুফাকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে শেরপুর সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার হুনুফা মারা যান বলে জানান ওসি রুহুল।