নওগাঁ-৬ উপনির্বাচন: বিএনপি প্রার্থীর বর্জনের ঘোষণা

নওগাঁ ৬ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালে ‘পরিবেশ না থাকা, কেন্দ্র দখল’সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2020, 10:59 AM
Updated : 17 Oct 2020, 04:30 PM

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁর আত্রাই থানা বিএনপি অফিসে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

শনিবার সকাল ৯টা থেকে দেশের দুই সংসদীয় আসন যাত্রাবাড়ী ও কদমতলীর আংশিক এলাকা নিয়ে গঠিত ঢাকা-৫ এবং রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসনে ভোট গ্রহণ শুরু হয়।

এর আগে নওগাঁ-৬ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, “শান্তিপূর্ণ ভোট চলছে। বেলা ১টা পর্যন্ত অনেক কেন্দ্রে প্রায় ২০% ভোট পড়েছে। কেন্দ্রে ভোটার উপস্থিতিও রয়েছে। দেখা যাক।”

নওগাঁ-৬ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আত্রাই উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান জানিয়েছিলেন, সকাল ৯টা থেকে ইভিএমে ‘সুন্দরভাবে’ ‘শান্তিপূর্ণ পরিবেশে’ ভোট চলছে।

“কোথাও কোনো ত্রুটি দেখা দেয়নি ইভিএমে।”