কেরানীগঞ্জে অটোচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এক অটোরিকশা চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

কেরানীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2020, 04:17 AM
Updated : 17 Oct 2020, 04:17 AM

কেরানীগঞ্জ মডেল থানার সোনাকান্দা পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদ আলম জানান, উপজেলাট রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা ভাষানচর গ্রাম থেকে শুক্রবার লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত মো. জুয়েল (২৫) ভোলা জেলার লালমোহন উপজেলার টেগাইট্যা গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে।

কেরানীগঞ্জ মডেল থানার লাকীরচর গ্রামে স্ত্রী ও এক সন্তান নিয়ে ভাড়া বাসায় থেকে ভাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতো সে।

এ ঘটনায় নিহতের বোন সাবিনা বেগম শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান এসআই মাহমুদ।

নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুয়েল বৃহস্পতিবার বিকালে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। সকালে স্থানীয়রা ওই ক্ষেতে জুয়েলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের মাথার বাম পাশে কপালে আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে তার অটোরিকশার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান এসআই মাহমুদ।

তিনি বলেন, “পারিবারিক কলহের জেরে বা ছিনতাইকারীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।