গাজীপুরে ছুরিকাঘাতে একজনকে হত্যা, একজন গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2020, 06:32 PM
Updated : 17 Oct 2020, 06:36 AM

টঙ্গী পশ্চিম থানার এসআই মো.বিল্লাল জানান, পূর্বশত্রুতার জেরে শুক্রবার দুপুরে সাতাইশ গুশুলিয়া এলাকায় তিনি খুন হন।

নিহত আপন (৩০) ময়মনসিংহের আজমপাড়া এলাকার আব্দুস সালাম ছেলে। টঙ্গীর সাতাইশ ব্যাংকপাড়া এলাকায় ভাড়া বাসায় সপরিবার থাকতেন।

খুনি সন্দেহে পুলিশ জয় নামে একজনকে গ্রেপ্তার করেছে।

ওই এলাকার একজন বাসিন্দা জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে কয়েকজন আপনকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী আপনকে উদ্ধার করে টঙ্গীর গুশুলিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক মো. এমদাদুল হক জানান, নিহত আপন মাদক সেবন ও মাদকের ব্যবসা করতেন। আপন ও জয়ের মধ্যে মাদকের টাকা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা। খুনের ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এসআই বিল্লাল বলেন, শুক্রবার বিকেলে সাতাইশ মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে জয়কে আটক ও খুনে ব্যবহৃত ছোরা উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।