মৌলভীবাজারে সেপটিক ট্যাংকে নেমে ২ চা-শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ছাগল উদ্ধার করতে গিয়ে সেপটিক ট্যাংকে নেমে দুই চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2020, 05:25 PM
Updated : 16 Oct 2020, 06:41 PM

কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস আহমদ জানান, উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা-বাগানে শুক্রবার বেলা ২টার দিকে তারা মারা যান।

তারা হলেন- ওই বাগানের চা-শ্রমিক দুর্গাচরণ বাউরি (৪৫) ও রবন বাউরির ছেলে রাজু বাউরি (২৫)

শরীফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী জানান, ওই চা বাগানে রবন বাউরি প্রায় ছয় মাস আগে সেপটিক ট্যাংক নির্মাণের জন্য একটি গর্ত খোঁড়েন। ঢাকা না থাকায় গর্তে দুর্গাচরণ বাউড়ির  একটি ছাগল পড়ে যায়। ছাগল উদ্ধার করতে মই দিয়ে নিচে নামেন দুর্গাচর। অনেক্ষণ পরও তিনি ফিরে না আসলে এবং সাড়াশব্দ না পেয়ে নিচে নামে রাজু বাউরি।

চেয়ারম্যান বলেন, রাজুও ফিরে না আসায় চা শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। বিকেলে ৫টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গর্তে নেমে দুইজনের লাশ পান।

এর আগে আরও একটি ছাগল ওই গর্তে পড়ে মারা যাওয়ায় গ্যাস সৃষ্টি হয়েছে এবং সেখানে অক্সিজেনের সংকট রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মী ফেরদৌস মিয়া।

চাতলাপুর চা বাগানের পঞ্চায়েত সভাপতি  সনত বাউরি বলেন, কাজ শেষ না হওয়ায় ছয় মাস ধরে খোলা পড়ে রয়েছে ওই সেপটিক ট্যাংকটি। তারা এখন সেটা ঢাকার ব্যবস্থা করছেন।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি ইয়ারদৌস আহমদ।