শীতলক্ষ্যায় জাহাজে ছুরিকাঘাতে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে একটি জাহাজে দুদল শ্রমিকের মারামারির মধ্যে ছুরিকাঘাতে এক শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2020, 03:14 PM
Updated : 16 Oct 2020, 03:14 PM

শুক্রবার বিকালে উপজেলার মাহমুদনগরে এমভি নিউটেক-৪ জাহাজে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বন্দর থানার ওসি ফখরুদ্দিন ভুঁইয়া।

নিহত টিটন সরকার (৩০) নড়াইলের লোহাগড়ার ইটনা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি ওই জাহাজের শ্রমিক ছিলেন।

আহত ওই জাহাজের মাস্টার তাজুল ইসলাম (৪৫) ও বাবুর্চি মোশারফ হোসেনকে (৪০) শহরের মন্ডলপাড়ায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি ফখরুদ্দিন ভুঁইয়া জানান, বিকাল পৌনে ৪টার দিকে জাহাজে শ্রমিকদের মধ্যে মারামারি বাধে। ওই মারামারি ঘটনাকে কেন্দ্র করে সবুজ নামের এক শ্রমিকের লোহার রড ও ছুরির আঘাতে টিটন সরকারসহ তিনজন আহত হন।

“নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যরত চিকিৎসক টিটন সরকারকে মৃত ঘোষণা করেন।”

ঘটনার পর সবুজ জাহাজ থেকে নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে পালিয়ে যান বলে ওসি জানান।

ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল নদীতে হওয়ায় এই ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবেন।