মেহেরপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

যৌতুক না দেওয়ায় মেহেরপুর সদর উপজেলায় এক গৃহবধুকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2020, 07:30 AM
Updated : 16 Oct 2020, 07:30 AM

নিহত রুবিনা খাতুন উপজেলার উজলপুর গ্রামের মিলন হোসেনের স্ত্রী।

মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে মিলন পলাতক রয়েছে।

রুবিনার নানি পারুলী বেগম বলেন, রুবিনার সঙ্গে তিন বছর আগে মিলনের বিয়ে হয়। বিয়ের সময় মিলনকে ৫০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। এরপর ১ লাখ টাকা যৌতুকের দাবিতে সে প্রায়ই রুবিনাকে নির্যাতন করত।

পরে আমাদের পরিবারে পক্ষে যৌতুকের ওই টাকা দেওয়া সম্ভব না বলে জানিয়ে মিলনকে জানিয়ে দেওয়া হয়েছিল। এরই মধ্যে তারা রুবিনার মৃত্যুর খবর পান বলে জানান পারুলী।

মেহেরপুর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান বলেন, সকাল ৬টার দিকে এক ব্যক্তি ওই নারীকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনেন। এ সময় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করলে ওই ব্যক্তি পালিয়ে যান।

ওই নারীর শরীরে পেট্রোল ঢেলে অথবা গরম পানি ঢেলে পুড়িয়ে মারা হয়েছে বলে ধারণা এ চিকিৎসকের।

ওসি বলেন, নিহত নারীর পুরো শরীর ঝলসে গেছে। তবে কিভাবে কেন পুড়িয়ে হত্যাকরা হলো তা তদন্তে এবং ময়নাতদন্ত রিপোর্টে জানা যাবে।

মিলনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।