থানচি থানার নতুন ভবন উদ্বোধন

বান্দরবানের থানচি থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2020, 11:42 AM
Updated : 15 Oct 2020, 11:42 AM

বৃহস্পতিবার সকালে গণপূর্ত বিভাগ ও স্থাপত্য অধিদপ্তরের বাস্তবায়নে নবনির্মিত চতুর্থ তলা এই ভবন উদ্বোধন করেন তিনি।

এই সময় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানের সীমান্ত রক্ষা এবং সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করার জন্য থানচি থেকে লিক্রি সীমান্ত সড়কটি করা হচ্ছে।

“আমরা আশা করছি এ সড়কটির কাজ শেষ হলে আরও বিনিয়োগকারী আসবে, আরও লোকজন পুঁজি বিনিয়োগ করবে।”

পার্বত্য এলাকার মানুষের নিরাপত্তার জন্য যা কিছু করার দরকার সবই  সরকার করছে বলেও জানান মন্ত্রী।

পার্বত্য চুক্তি বিষয়ে ‘আলাপের শেষ নাই’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য চুক্তি যেটা হয়েছে সেটাও বাস্তবায়ন হচ্ছে। সেখানে যে সমস্ত অসুবিধা সেগুলোও দূরীকরণ করা হচ্ছে। সারাদেশে এক সাথে উন্নয়ন করা হচ্ছে।

কাউকে বাদ দিয়ে উন্নয়ন করা হচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।

এই সময় পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার এবং সরকারি কর্মকতারা উপস্থিত ছিলেন।