টাঙ্গাইলে দলবেঁধে ধর্ষণে ৫ আসামির মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের ভূঞাপুরে আট বছর আগে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে দলবেঁধে ধর্ষণের দায়ে পাঁচ আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2020, 07:49 AM
Updated : 15 Oct 2020, 09:06 AM

জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- গোপি চদ্র শীল, সুজন মুনি ঋষি, রাজন, সাগর চন্দ্র সিংহ ও সঞ্জিত। 

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানবীর আহম্মেদ জানান, আসামিদের মধ্যে সঞ্জিত ও গোপি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা জামিনে পলাতক রয়েছেন।

সর্বোচ্চ সাজার পাশাপাশি দণ্ডিত প্রত্যেককে রায়ে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে বলে জানান আদালতের এই পরিদর্শক ।

মামলার বরাতে তানবীর বলেন, ২০১২ সালর জানুয়ারি মাসে ভঞাপুরের এক মাদ্রাসার ছাত্রীকে অপহরণ করে পাঁচজন দলবেঁধে ধর্ষণ করে।

এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ভুঞাপুর থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মধুপুর থেকে সঞ্জিত ও গোপীকে গ্রেপ্তার করেন।

মামলা তদন্ত শেষে ২০১৫ সালে পুলিশ ৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।