শিমুলিয়া-কাঁঠালবাড়ির ফেরি সীমিতভাবে চালু

বন্ধ হয়ে যাওয়ার চার দিনের মাথায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস সীমিত আকারে ফের চালু হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2020, 05:32 AM
Updated : 15 Oct 2020, 05:32 AM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় 'ফেরি কুমিল্লা' শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়। সকাল ৯টায় ফেরিটি পদ্মা সেতুর ২৪ ও ২৫ নম্বর খুঁটির মাঝ দিয়ে চ্যানেল অতিক্রম করে।

এ তথ্য দিয়ে বিআইডব্লিউটিসির এজিএম মো. শফিকুল ইসলাম জানান, তাই এখন সীমিত আকারে দিনের বেলায় পাঁচটি ছোট আকারের ফেরি চলাচলের সিদ্ধান্ত হয়েছে।

“ড্রেজিংয়ের পর চ্যানেলে কিছুটা নাব্যতা ফিরেছে। তাই ছোট আকারের ফেরি চালু করা হয়েছে। শুধু দিনের বেলায় চলবে। তবে রোরো ফেরি ও ডাম্প ফেরি বন্ধ রয়েছে। নাব্যতা ফিরলে বড় ফেরি চালু হবে।”

এরআগে নাব্য সঙ্কটের কারণে গত সোমবার বিকাল থেকে আকস্মিকভাবে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

গত ৩ সেপ্টেম্বর থেকে ৬ দফায় ২১ দিন ফেরি বন্ধ করা হয়। আর গত ৪৩ দিনে সীমিত আকারে শুধু দিনের বেলায় ছোট ফেরি চলেছে ২২ দিন। গত ৪৮ দিন ধরে রাতে ফেরি চলছে না।