গাইবান্ধায় চিকিৎসার নামে প্রতারণা, একজনকে জরিমানা

গাইবান্ধায় চিকিৎসার নামে প্রতারণার অপরাধে একজনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2020, 06:05 PM
Updated : 14 Oct 2020, 06:05 PM

র‌্যাব ১৩-এর গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মুন্না বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন এই সাজা দেন।

সাজাপ্রাপ্ত মো. মোরশেদ আলমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

গাইবান্ধা সদর হাসপাতাল সড়কের বলাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামে একটা প্রতিষ্ঠানে তিনি চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন বলে র‌্যাব সদস্যরা জানিয়েছেন।

র‌্যাব কর্মকর্তা মুন্না বিশ্বাস বলেন, মোরশেদ ওই ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে টাঙ্গাইল জেলার একজন চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর নিজ নামে ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন। খবর পেয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

“পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৯০ হাজার টাকা জরিমানা করে। জরিমানা পরিশোধ, দোষ স্বীকার এবং আর কখনও এ ধরনের কাজ করবেন না বলে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।”