সাংবাদিক ইলিয়াস হত্যা: গ্রেপ্তার তুষারের স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে সাংবাদিক ইলিয়াস হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার তুষার আদালতে জবানবন্দি দিয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2020, 04:46 PM
Updated : 14 Oct 2020, 04:46 PM

বুধবার বিকালে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহম্মেদ হুমায়ুন কবীরের আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

ওই মামলার অপর দুই আসামি মিনা ও মিসির আলীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেয় একই আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার পরির্দশক আজগর হোসেন জানান, সাংবাদিক ইলিয়াস হত্যা মামলায় গ্রেপ্তারকৃত তুষার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

“আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যার দায় স্বীকার করেছেন।”
মামরার নথি থেকে জানা যায়, গত রোববার রাতে বন্দর উপজেলার আদমপুর এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দৈনিক বিজয় পত্রিকার নিজস্ব সংবাদদাতা ইলিয়াস হোসেনকে (৫২) হত্যা করা হয়। ওই ঘটনায় পুলিশ তুষারসহ তিন জনকে গ্রেপ্তার করেছে এবং একটি ছুরি উদ্ধার করেছে।

ওই ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।