শিমুলিয়ায় ফেরি চালু হয়নি তৃতীয় দিনেও

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে তৃতীয় দিনের মত ফেরি চলাচল বন্ধ রয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2020, 02:57 PM
Updated : 14 Oct 2020, 02:57 PM

নাব্য সংকট আর প্রবল স্রোতের কারণে গত সোমবার বিকাল ৩টায় ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, কয়েক সপ্তাহ ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সীমিত পরিসরে ফেরি চালু রাখা হচ্ছিল। কিন্তু শিমুলিয়া ঘাট থেকে মূল পদ্মা পার হওয়ার পর ৩০ থেকে ৪০ ফুট জায়গায় পানি কম। এছাড়া রয়েছে প্রবল স্রোত। এসব কারণে ফেরি চলাচল করতে পারছে না।

স্রোতের কারণে ড্রেজিং কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে বলে তিনি জানান।

ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান প্রবেশপথ হিসেবে পরিচিত এ নৌপথের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে।

শফিকুল ইসলাম বলেন, এই নৌপথে দীর্ঘদিন ধরে নাব্য সংকট চলছে। পানি কম হওয়ায় বারবার পদ্মার তলদেশে ফেরি আটকে যায়। ফলে বাধ্য হয়ে গত সোমবার বিকেল ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে বিআইডব্লিউটি ড্রেজিং চালিয়ে যাচ্ছে। ড্রেজিং শেষে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে। কিন্তু কবে নাগাদ হবে তা তিনি জানাতে পারেননি।