দিনাজপুরে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন দিয়েছে আদালত।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2020, 12:16 PM
Updated : 14 Oct 2020, 12:16 PM

দিনাজপুরের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জ্যেষ্ঠ জেলা জজ শরীফ উদ্দীন আহমেদ বুধবার এই রায় ঘোষণা করেন।

প্রতীকী ছবি

একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তাকে আরও তিন মাস কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্ত রবি সরেন (২৫) বীরগঞ্জ উপজেলার মহুগাঁও গ্রামের হরি সরেনের ছেলে।

রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় ছিলেন।

আদালতের পিপি তৈয়বা বেগম মামলার নথির বরাত জানান, ২০১৫ সালের ২ সেপ্টেম্বর দুপুরে বীরগঞ্জের মহুগাঁও গ্রামের ১১ বছরের এক শিশু বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। সে সময় রবি সরেন তাকে ফুঁসলিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। শিশুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে রবি পালিয়ে যান।

এলাকাবাসী রবিকে আটক করে থানায় দেয়। রবির বিরুদ্ধে নারী ও শিশুনির্যাতন দমন আইনে থানায় মামলা করেন শিশুর বাবা। 

পিপি তৈয়বা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত রবি সরেনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দিয়েছে।