খুলনায় কিশোরীকে ‘যৌন নির্যাতন’: বাবা আটক

খুলনা নগরে ১৪ বছর বয়সী কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2020, 07:14 AM
Updated : 14 Oct 2020, 07:14 AM

নগরীর উত্তর হরিণটানা এলাকার এ ঘটনায় কিশোরীর বাবাকে আটকের খবর নিশ্চিত করে কেএমপি’র মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কানাইলাল সরকার জানিয়েছেন, এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে তার বাবাকে আটক করা হয়েছে।

“এ ব্যাপারে মেয়েটির নানী বাদী হয়ে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”

নির্যাতিত কিশোরীর ডাক্তারি পরীক্ষা ও ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।

আটক মো. শহিদুল ইসলাম (৩৬) উত্তর হরিণটানা এলাকা মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

নির্যাতিত কিশোরী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সমন্বয়ক অঞ্জন কুমার চক্রবর্তী বলেন, মঙ্গলবার রাতে যৌন নির্যাতনের শিকার ১৪ বছর বয়সী একটি মেয়েকে পুলিশ আমাদের কাছে পাঠিয়েছে।

“আমরা মেয়েটির বক্তব্য শুনে তাকে গাইনি পরীক্ষার জন্য পাঠিয়েছি। এ পরীক্ষার প্রতিবেদন আসলেই আমরা নিশ্চিতভাবে এ বিষয়ে বলতে পারব।”

কিশোরীর নানী জানান, কিশোরী বাবা-মাসহ নগরীর রিয়া বাজার এলাকায় বসবাস করত। সেখান থেকে মেয়েটির মা বছর দুয়েক আগে স্বামীর সংসার ছেড়ে চলে যান। এর কিছুদিন পর শহিদুলও তার দুই ছেলে-দুই মেয়েকে ফেলে অন্যত্র চলে যান।

পরে এই সন্তানরা তাদের নানা বাড়ি উত্তর হরিণটানা মসজিদ গলিতে নিয়ে স্থান পায়।

কয়েক মাস আগে ওই বাড়ির পাশে বাসা ভাড়া নিয়ে তাদের বাবা-মা আবার বসবাস শুরু করেন। তবে কিছুদিন আগে তাদের মা আবার বাড়ি ছেড়ে চলে যান। তখন থেকে বাবার সাথেই ওই কিশোরীসহ তার অপর তিন ভাই-বোন বাবার সাথে ওই ভাড়া বাসায় বসবাস করত।

এ সময় শহিদুল ওই কিশোরীকে যৌন নির্যাতন করেছে বলে গত সোমবার তার নানীকে জানায় বলছেন তিনি।

ঘটনাটি লোক জানাজানি পর মঙ্গলবার রাতে শহিদুলকে নগরীর উত্তর হরিনটানার ভাড়া বাসা থেকে আটক করে পুলিশ।

এদিকে, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনার সমন্বয়কারী মোমিনুল ইসলাম বলেন, “নির্যাতিত কিশোরীকে বিনামূল্যে আইনি সহায়তা দেব আমরা।”

পুলিশের পাশাপাশি তারাও একইসাথে পৃথকভাবে এ ঘটনার তদন্ত করবে বলেও জানিয়েছেন তিনি।