আসামির পলায়ন: রাজশাহী সিটি পুলিশে ৪১ জনকে বদলি

রাজশাহী সিটি পুলিশে হাজতের রড বাঁকিয়ে মাদক মামলার এক আসামি পালিয়ে যাওয়ার পর ৪১ জনকে বদলি করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2020, 04:29 PM
Updated : 13 Oct 2020, 04:29 PM

তাদের মধ্যে রয়েছেন গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার হাবিবুর রহমানসহ চারজন সহকারী কমিশনার।

কমিশনার আবু কালাম সিদ্দিক স্বাক্ষরিত এক আদেশে মঙ্গলবার বিকেলে তাদের বদলি করা হয়।

সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুর এলাকায় গোয়েন্দা কার্যালয়ের হাজতের রড বাঁকা করে এক আসামি পালিয়ে যায়। সে সময় কমিশনার কালাম তাৎক্ষণিকভাবে একজন এএসআই এবং একজন কানস্টেবলকে প্রত্যাহার করেন। মঙ্গলবার তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

সিটি পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার হাবিবুর রহমান ছাড়াও বদলি করা হয়েছে গোয়েন্দা বিভাগের পাঁচজন এসআই, ছয়জন এএসআই ও ২৬ জন কনস্টেবলকে।

এছাড়া ক্রাইম ইউনিটের সহকারী কমিশনার সোনিয়া পারভীন, লজিস্টিকস বিভাগের সহকারী কমিশনার উদয়কুমার সাহা ও রাজপাড়া জোনের সহকারী কমিশনার রাকিবুল ইসলামকে বদলি করা হয়েছে বলে মুখপাত্র জানান।

তাদের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কমিশনার আবু কালাম সিদ্দিক সব বিভাগে আমূল পরিবর্তন এনে সিটি পুলিশকে গতিশীল করে গড়ে তুলতে চেয়েছিলেন। সেই কার্যক্রমের অংশ হিসেবে তাদের বদলি করা হয়েছে।

এদিকে পালিয়ে যাওয়া আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস।