ইলিশ ধরা বন্ধ হচ্ছে চাঁদপুরের পদ্মা-মেঘনায়

বংশবিস্তার নির্বিঘ্ন করতে ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ হচ্ছে চাঁদপুরের পদ্মা-মেঘনার ৯০ কিলোমিটারে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2020, 02:22 PM
Updated : 13 Oct 2020, 02:22 PM

জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার পদ্মা-মেঘনায় বুধবার থেকে ৪ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি হচ্ছে বলে জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকি জানান।

তিনি বলেন, এই সময়ের মধ্যে ইলিশ ধরা, বেচাকেনা, মওজুদ ও সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। আইন ভঙ্গ করলে এক থেকে দুই বছর কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।

মৎস্য কর্মকর্তা বলেন, সরকারি নির্দেশনামতে ইলিশ প্রজনন ও রক্ষা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে টাস্কফোর্সের সভা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আটটি দল দিন-রাত কাজ করবে। জেলেদের কোনোভাবেই নদীতে নামতে দেওয়া হবে না। প্রয়োজনে র‌্যাবের সহযোগিতা নেওয়া হবে।

এছাড়া এ বছর স্কুলশিক্ষক, মসজিদের ইমাম ও সাংবাদিকরাও জেলেদের সচেতন করার লক্ষ্যে কাজ করবেন বলে তিনি জানান।

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, “আশা করছি মা ইলিশ রক্ষায় নদী-তীরবর্তী এলাকায় জনপ্রতিনিধিরা আন্তরিক সহযোগিতা করবেন। আর জেলেদের প্রতি আহ্বান, এই নিষেধাজ্ঞার সময় মা ইলিশ রক্ষা করলে জেলেরাই বেশি নদীতে ইলিশ মাছ ধরতে পারবেন। এই মাছ জেলেদেরই সম্পদ।”