বগুড়ায় ২ কিশোরের বিরুদ্ধে ছুরি মেরে হত্যার অভিযোগ

বগুড়া শহরে দুই কিশোরের বিরুদ্ধে এক ব্যক্তিকে ছুরি মেরে হত্যার অভিযোগ উঠেছে; এছাড়া এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2020, 12:28 PM
Updated : 13 Oct 2020, 12:28 PM

নিহত রশিদুল ইসলাম (৩২) শহরের রহমাননগর এলাকার জাহেদুল ইসলাম লালুর ছেলে। ওই এলাকায় জব্বার ক্লাব মোড়ে ফ্লেক্সিলোড ব্যবসা করতেন তিনি।

শহরের জলেশ্বরীতলায় টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে তাকে ছুরি মারা হয় বলে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান।

নিহত রশিদুলের ভায়রা বগুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল হক আরিফ বলেন, ওই এলাকায় রশিদুলের এক ভাগ্নেকে মারধর করছিল কয়েকজন কিশোর। এর প্রতিবাদ করলে রশিদুল ও তার ভগ্নিপতি বশিরকে ছুরি মারে দুই কিশোর। স্থানীয়রা তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রশিদুল মারা যান।

ছুরিকাহত বশির বলেন, “দুই কিশোর রশিদুলের পিঠে আর আমার হাতে ও ঊরুতে ছুরি মেরেছে।”

পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্তী বলেন, “কিশোর অপরাধীর ছুরিকাঘাতে রশিদুলের মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। ঘটনার পরপরই পুলিশের একাধিক দল মাঠে নেমেছে খুনি গ্রেপ্তার করতে।”