পিরোজপুরে এক তরুণ হত্যায় চারজনের যাবজ্জীবন

পিরোজপুরে এক তরুণকে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন এবং দুইজনের পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2020, 09:17 AM
Updated : 13 Oct 2020, 09:17 AM

মঙ্গলবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ  মোহা. মহিদুজ্জামান আসামিদের এর সাথে আরো ১০ হাজার টাকা করে জরিমানাও করেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী খান মো. আলাউদ্দিন।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন সোহেল রানা, মিলন ঘরামী, মাসুম বিল্লাহ ও আল-আমিন।
এছাড়া পাঁচ বছরের দণ্ডপ্রাপ্তরা হলেন হিরু ও লিটন।

নিহত সাকিল (২০) জেলার ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া সদর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

বাদী পক্ষের আইনজীবী খান মো. আলাউদ্দিন জানান, ২০১৪ সালের ৯ মার্চ রাতে আসামি  সোহেল রানা, মিলন ঘরামী, মাসুম বিল্লাহ ও আল-আমিন মোবাইলে ফোন করে বাড়ি থেকে সাকিলকে ডেকে নিয়ে যান।

পরে সাকিলের মোটরসাইকেল চুরির জন্য আসামিরা তাকে ভান্ডারিয়া উপজেলার শিংখালী গ্রামের এক ধানক্ষেতে নিয়ে যান।

রাতে সেখানে আসামিরা মোটরসাইকেলের ক্লাচের তার দিয়ে সাকিলের গলায় পেছন থেকে পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে পালিয়ে যান।

পরে লাশ উদ্ধার হলে সাকিলের মা আলেয়া বেগম বাদী হয়ে ২০১৪ সালের ১০ মার্চ ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার ২২ জনের সাক্ষ্য গ্রহণের পরে আদালত এ রায় দিল।