মেহেরপুরে চুরির অভিযোগে তাঁতী লীগ নেতার দণ্ড

মেহেরপুর শহরে গ্রিল ভেঙে ঘরে ঢুকে চুরির দায়ে জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ তিনজনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2020, 08:37 AM
Updated : 13 Oct 2020, 10:44 AM

মঙ্গলবার মেহেরপুরের মুখ্য বিচারিক আদালতের বিচারক শিরিন নাহার এ রায় দেওয়ার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের পর আসামিদেরকে কারাগারে পাঠানো হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন।

বাংলাদেশ তাঁতী লীগের নেতা জুয়েল রানা শহরের বেড়পাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন, শহরের পৌর কলেজপাড়ার আমিনুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম এবং নতুনপাড়ার মোনাজাত আলীর ছেলে শাহাবুদ্দিন।

মামলায় রাষ্ট্রপক্ষে কৌঁসুলি ইমতিয়াজ বিন হারুন জানান, ২০১৩ সালে ৬ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে কোনো এক সময় আসামিরা শহরের ফুলবাগানপাড়ার আহমদ আলীর ছেলে আইনজীবী আসাদুল আযম খোকনের বাড়ি ঢুকে পাঁচ ভরি স্বর্ণাঙ্করা, নগদ ৩০ হাজার টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করেন। তারা বাড়ির জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে এসব জিনিষপত্র নিয়ে যান বলে মামলার এজাহারে অভিযোগ আনা হয়।

পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এই চুরি ঘটনার সাথে আসামিদের জড়িত থাকার তথ্য পাওয়া যায়।

মামলায় আসামিপক্ষে কৌঁসুলি ছিলেন এপিপি মিনা পাল।