সুনামগঞ্জে অধিপত্য বিস্তারের সংঘর্ষ: নিহত ১

সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০জন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2020, 06:56 AM
Updated : 13 Oct 2020, 06:56 AM

দিরাই থানার ওসি মো. আশারফুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত নূর আলম (৫০) উপজেলার ভাটিপাড়া কামালপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, ভাটিপাড়া ইউনিয়নের কামালপুর গ্রামের দিল হক ও নুরুজ্জামানের দলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ পর্যায়ে দিল হক দলের লোকজনের হামলায় নুরুজ্জামানের সমর্থক নূর আলম ঘটনাস্থলে নিহত হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।  

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযানে নেমেছে পুলিশ। তবে থানায় কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি।