রাতের আঁধারে পশুর নদীতে ঝাঁপ দিয়ে আসামিকে গ্রেপ্তার

বাগেরহাটের মোংলার পশুর নদীতে ঝাঁপ দিয়ে মাদকসহ ছয় মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2020, 05:54 AM
Updated : 13 Oct 2020, 06:25 AM

মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেয় পুলিশ।

তার আগের রাত ১১টার দিকে মোংলা বন্দর পৌরসভা সংলগ্ন সিগন্যাল টাওয়ার এলাকার পশুর নদীতে ঝাঁপ দিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মো. শহীদ হোসেন (৩৮) জেলার মোংলা পৌরসভার সিগন্যাল টাওয়ার এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে।

পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শহীদের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি এবং নারী ও শিশু নির্যাতনের একটি মামলা রয়েছে। এরমধ্যে তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানায় পুলিশ।

মঙ্গলবার সকালে মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, সোমবার রাত ১১টার দিকে মাদক মামলায় পালিয়ে বেড়ানো গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. শহীদ হোসেনের এলাকায় ফেরার খবর পায় পুলিশ। তাকে গ্রেপ্তারের জন্য সিগন্যাল টাওয়ার এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে শহীদ পাশের পশুর নদীতে লাফ দেন। অভিযানে থাকা পুলিশের এসআই অমিত কুমার বিশ্বাসসহ চার পুলিশ সদস্যও নদীতে ঝাঁপিয়ে পড়ে তার পিছু নেন।

অন্ধকারের মধ্যে প্রায় আধা ঘণ্টা সাঁতরে অনেক চেষ্টার পর শহীদকে ধরে তীরে নিয়ে আসেন তারা।

নদীর স্রোতের রাতে আধা ঘণ্টা সাঁতরে আসামি শহীদ এবং এসআই অমিত বেশ অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের স্থানীয় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

“তারা এখন পুরোপুরি সুস্থ রয়েছেন।”

পুলিশ সদস্যরা সাঁতার না জানলে এ আসামিকে ধরা সম্ভব হতো না বললেন ওসি।