হবিগঞ্জে সরকারি চাল উদ্ধার, মিল মালিকের কারাদণ্ড

হবিগঞ্জের বাহুবলে সরকারের খাদ্যবান্ধব কর্র্মসূচির চাল মজুদের অভিযোগে এক মিল মালিককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমানণ আদালত।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2020, 06:35 PM
Updated : 12 Oct 2020, 06:35 PM

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার এই অভিযান পরিচালনা করেন।

দণ্ডিত তাহের মিয়া (৪৫) উপজেলার লামতাসী ইউনিয়নের শ্রীকলস গ্রামের চন্দন মিয়ার ছেলে। স্থানীয় নন্দনপুর বাজারে তার একটি চালকল রয়েছে।

ইউএনও স্নিগ্ধা তালুকদার বলেন, গোপনসূত্র খবর পেয়ে বিকালে নন্দনপুর বাজারে তাহের মিয়ার চালকলের গুদামে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে সরকারের খাদ্যবান্ধব কর্র্মসূচির ১০ টাকা কেজির ৩৬ বস্তা চাল পাওয়া যায়।

“পরে তাহের মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি চালগুলো জব্দ করা হয়েছে।”

ইউএনও বলেন, “তাহের মিয়া জানিয়েছেন ১০ টাকা কেজি দরের সুবিধাভোগীদের কাছ থেকে তিনি এ চাল স্বল্পমূল্যে ক্রয় করেছেন।”

ইউএনও আরও বলেন, “কয়েক মাস আগেও তার বিরুদ্ধে ১০ টাকা কেজির চাল মজুদের অভিযোগ পাওয়া যায়। ওই সময়ও আমরা ৩৬ বস্তা চাল জব্দ করি। কিন্তু তখন সেখানে সরকারি সিল দেওয়া কোনো বস্তা পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত টিম গঠন করে তদন্ত করা হয়। কিন্তু সঠিক তথ্য প্রমাণ না পাওয়ায় ব্যবস্থা নেওয়া হয়নি। এবার তাকে হাতেনাতে আটক করা হয়েছে।”