টাঙ্গাইলে ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে নদীতে

বালু ভর্তি একটি ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়ায় টাঙ্গাইল-বাসাইল-সখীপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2020, 03:16 AM
Updated : 12 Oct 2020, 03:16 AM

রোববার রাত পৌনে ১১টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার লাঙ্গুলিয়া নদীর নাকাছিমে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই চালক বেরিয়ে আসলেও তার সহকারী ট্রাকের ভেতর আটকে ছিলেন। পরে তাকেও উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বাসাইল থানার ওসি হারুনুর রশিদ জানিয়েছেন।

ওসি হারুনুর বলেন, বালু ভর্তি একটি ড্রাম ট্রাক টাঙ্গাইল থেকে বাসাইলের দিকে যাচ্ছিল। ট্রাকটি নাকাছিম এলাকায় লাঙ্গুলিয়া নদীর ওপর বেইলি ব্রিজে ওঠার পরপরই ব্রিজটির একাংশ দেবে যায়। এতে ট্রাকটি ব্রিজে আটকে গিয়ে একপাশ নদীতে পড়ে যায়।

এ সময় ট্রাকের চালক নামতে পারলেও হেলপার ট্রাকের ভেতরে আটকা পড়ে। পরে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তাকে উদ্ধার করে।

“এ ঘটনায় ওই সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।”

স্থানীয়রা জানান, এ সড়কের বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ায় বাসাইল ও সখীপুর উপজেলার অসংখ্য মানুষের টাঙ্গাইল সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

টাঙ্গাইল পৌঁছাতে একটি বিকল্প সড়ক থাকলেও গত ১ অক্টোবর সেই সড়কেরও একটি ব্রিজ ভেঙে যায়। ফলে দুর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষ।