ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণের অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় বাক-প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2020, 05:58 PM
Updated : 10 Oct 2020, 05:58 PM

জেলার আশুগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাহমুদ জানান, শনিবার বিকেলে আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের পাঁচভিটা গ্রাম থেকে তাকে তারা আটক করেন।

আটক মো. দেলোয়ার হোসেন (২০) ওই গ্রামের মো. মলাই মিয়ার ছেলে।

কিশোরীর মায়ের অভিযোগ, শুক্রবার রাত ৮টার দিকে তার (১৬) মেয়েকে বাড়ির পাশ থেকে মুখ চেপে ধরে কলাবাগানে নিয়ে ধর্ষণ করেন দেলোয়ার। চিৎকার শুনে গিয়ে তাকে তারা উদ্ধার করেন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদ

এদিকে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারীনির্যাতনের প্রতিবাদে জেলায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা নাগরিক ফোরাম আয়োজিত কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অমৃত লাল সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমেশ রঞ্জন রায়, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূর, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী মো. মনির হোসেন, নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত কর্মসূচিতে ছিলেন।

তারা দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারীনির্যাতনের প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।