মাদারীপুরে ক্লিনিকে প্রসূতি ‘মৃত্যুর ঘটনা মীমাংসা করায়’ এসআই প্রত্যাহার

মাদারীপুরে ডিজিটাল অ্যাপোলো নামে একটি বেসরকারি হাসপাতালে ‘ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর ঘটনা’ মীমাংসা করার অভিযোগে এক এসআইকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2020, 11:08 AM
Updated : 10 Oct 2020, 11:08 AM

সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, এসআই জহুরুল ইসলামকে শনিবার সদর থানা থেকে প্রত্যাহার করেন তারা।

গত শুক্রবার ২২ বছরের এক প্রসূতিকে ওই হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। চিকিৎকের অবহেলায় মৃত্যুর অভিযোগ ওঠে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান মনির বলেন, “প্রসূতির মৃত্যুর পর আমরা তার পরিবারের সঙ্গে আলাপ-আলোচনা করে বিষয়টি মীমাংসা করেছি। এখন আমাদের বিরুদ্ধে তাদের  কোনো অভিযোগ নেই। চিকিৎসায় ভুল বা অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখার জন্যে কর্তব্যরত দুই চিকিৎসককে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।”

তবে ওই মিটিংয়ে কারা উপস্থিত ছিলেন সে বিষয়ে তিনি কিছু বলতে চাননি।

পুলিশ কর্মকর্তা আবির হোসেন বলেন, “মীমাংসার বিষয়টি আমি শুনেছি। তবে স্পষ্টভাবে জানি না। এই মীমাংসার সময় পুলিশের এসআই জহুরুল ইসলাম উপস্থিত থাকার বিষয়টিও জেনেছি। পরে পুলিশ সুপার তাকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেছেন। এর বাইরে তেমন কিছু জানি না।”