বরগুনায় শ্যালককে হত্যাচেষ্টার অভিযোগে ভগ্নিপতি আটক

বরগুনায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক ব্যক্তি তার দুই শিশু শ্যালককে নদীতে নিক্ষেপের পর একজন নিখোঁজ হয়েছে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2020, 05:51 PM
Updated : 8 Oct 2020, 06:36 PM

এ ঘটনায় পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে বলে জানিয়েছেন বরগুনা থানার ওসি তরিকুল ইসলাম তারিক।

আটক মোসলেম আলীর (২৪) বাড়ি সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামে।

ওই গ্রামের আবদুর রহিম বলেন, বৃহস্পতিবার সকালে স্ত্রী ও শ্যালিকাদের সঙ্গে মোসলেমের ঝগড়া হয়। এর জেরে বিকালে মোসলেম দুই শিশু শ্যালককে বিষখালী নদীতে ফেলে দেন। টের পেয়ে সেখানকার রহিম নামে এক জেলে চিৎকার করলে লোকজন গিয়ে এক শিশুকে উদ্ধার করে। এ সময় তারা মোসলেমকে আটক করে পুলিশে দেয়।

অন্য শিশুটি নিখোঁজ রয়েছে বলে তিনি জানান।

ঢলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু বলেন, সন্ধ্যার পর তিনি খবর পেয়ে বরগুনা থানার ওসিকে জানান। রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক মোসলেমকে থানায় নিয়ে যায়।

ওসি তরিকুল বলেন, মোসলেমকে তারা আটক করেছেন। নিখোঁজ শিশুটিকে গ্রামবাসীর সহায়তায় উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।