বিবস্ত্র করে নির্যাতন: হবিগঞ্জে শামসুদ্দিন সুমন গ্রেপ্তার

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় এজাহারভুক্ত আসামি শামসুদ্দিন সুমনকে হবিগঞ্জে গ্রেপ্তার করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2020, 12:16 PM
Updated : 8 Oct 2020, 12:16 PM

হবিগঞ্জের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মুক্তাদির হোসেন জানান, জেলার চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বনাঞ্চল থেকে বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

শামসুদ্দিন রেমা-কালেঙ্গা হয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন জানিয়ে তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নোয়াখালি ও হবিগঞ্জের পুলিশ রেমা-কালেঙ্গা বনাঞ্চলের ত্রিপুরা পল্লি থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ শামসুদ্দিনকে নোয়াখালি নিয়ে গেছে বলে তিনি জাননা।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালানোর এক মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হলে পুলিশ রোববার গ্রেপ্তার অভিযানে নামে।

নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় রোববার রাতে নারী ও শিশুনির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন।

দুই মামলাতেই নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়।

আসামিরা হলেন- বাদল, মো. রহিম, আবুল কালাম, ইস্রাফিল হোসেন, সাজু, সামছুদ্দিন সুমন, আবদুর রব, আরিফ ও রহমত উল্যা। তাদের সবার বাড়ি বেগমগঞ্জে।

আরও পড়ুন