নোয়াখালীতে নারী নির্যাতন: আরও দুজন গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাড়িতে ঢুকে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2020, 04:35 AM
Updated : 7 Oct 2020, 04:35 AM

এরা হলেন- উপজেলার পূর্ব একলাশপুর গ্রামের সোলেমানের ছেলে নূর হোসেন রাসেল (৩০) ও পোড়া মুন্সীর ছেলে মো. সোহাগ (২১)।

জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাসেল ও সোহাগের নাম মামলার এজাহারে নেই; তবে এর আগে গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এ নিয়ে এ মামলায় মোট ৭ জনকে গ্রেপ্তার দেখানো হল। এছাড়া র‌্যাবের হাতে গ্রেপ্তার দেলোয়ার হোসেন নামে আরও একজনকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

এদিকে সোমবার রাতে গ্রেপ্তার এ মামলার ৫ নম্বর আসমি সাজুকে বুধবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলে জানান এসপি।

চাঞ্চল্যকর এ মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং তদন্ত সম্পন্ন করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালানোর এক মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হলে পুলিশ রোববার গ্রেপ্তার অভিযানে নামে।

নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় রোববার রাতে নারী ও শিশুনির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন।

দুই মামলাতেই নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়।