ধর্ষণের দ্রুত বিচারের দাবি ও প্রতিবাদ জেলায় জেলায়

নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটে এমসি কলেজে গৃহবধূকে ধর্ষণে তোলপাড়ের মধ্যে প্রতিবাদ-বিক্ষোভ চলছে জেলায় জেলায়। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2020, 07:39 PM
Updated : 6 Oct 2020, 07:41 PM

মঙ্গলবার জয়পুরহাটে মোমবাতি প্রজ্বলন করেছে শিক্ষার্থীরা, নীলফামারী, রাজবাড়ী, গাইবান্ধা, রংপুর ও রাজশাহীতে বিক্ষোভ-মানববন্ধন করেছে ছাত্রছাত্রীসহ সর্বস্তরের জনতা।

গত ২ সেপ্টেম্বর রাতে নোয়াখালীর বেগমগঞ্জের ৩৫ বছর বয়সী এক গৃহবধূর বাড়িতে ঢুকে একদল যুবক তাকে বিবস্ত্র করে শারীরিকভাবে নির্যাতন চালায় এবং তার ভিডিও ধারণ করে। একমাস পর ৪ অক্টোবর ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এই ঘটনায় ওই নারী রোববার রাতে নয়জনের নাম উল্লেখ করে বেগমগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুটি মামলা করেছেন।

তোলপাড় সৃষ্টিকারী আরেকটি ঘটনা ঘটেছে সিলেটের এমসি কলেজে।

গত ২৬ সেপ্টেম্বর রাতে সিলেটের টিলাগড় এলাকায় এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে যাওয়া এক গৃহবধূকে ক্যাম্পাস থেকে তুলে ছাত্রাবাসে নিয়ে ধর্ষণ করে কয়েকজন ছাত্রলীগকর্মী।

এ ঘটনায় পরদিন তার স্বামী বাদী হয়ে শাহপরান থানায় ছাত্রলীগকর্মী সাইফুর রহমানকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন।

জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

জয়পুরহাট

দেশে ধর্ষণের প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে সন্ধ্যায় জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে মোমবাতি প্রজ্বলন করেছে জেলার শিক্ষার্থীরা।

প্রায় ঘণ্টাব্যপী এই মোমবাতি প্রজ্বলন চালাকালে বক্তব্য রাখেন জয়পুরহাট সরকারি কলেজের ছাত্র রাহুল শর্মা, আল হোসাইন রাব্বি, তারিক আজিজ তায়েফ প্রমুখ।

বক্তরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে দেশের আইন সংস্কারের দাবি জানান।

নীলফামারী

নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্র সমাজ জেলা শাখা।

বিকালে শহরের চৌরঙ্গী মোড়ে স্বাধীনতা স্মৃতি অম্লান প্রাঙ্গণে ওই কর্মসূচি পালিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সেখানে জেলা যুব সংহতির সভাপতি মমিনুর রশিদ শামুনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আব্দুল হানান, জেলা ছাত্র সমাজের আহŸায়ক মাহমুদ হাসান অয়ন, সদর উপজেলা ছাত্র সমাজের আহŸায়ক হামিদুল ইসলাম, সদস্যসচিব ফারদিন খান শাহীন প্রমুখ।

বক্তারা দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের নিন্দা জানিয়ে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।

সবশেষে  একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

রাজবাড়ী

বিকালে মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

মানববন্ধন শেষে তারা শহরে বিক্ষোভ মিছিল করেন।

প্রতিবাদ সমাবেশে মহিলা পরিষদ জেলা সভাপতি লাইলী নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পদিকা সবিতা চন্দ্র, জেলা জাসদ সভাপতি স্বপন কুমার দাস, মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, সিপিবি সভাপতি আব্দুস সামাদ মিয়া প্রমুখ।

বক্তরা নারী ধর্ষণ, হত্যা ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়া ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখাও দুপুরে একই জায়গায় অনুরুপ কর্মসূচি পালন করে।

গাইবান্ধা

জেলায় বিভিন্ন সংগঠন পৃথক প্রতিবাদ অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শহরের পৌর শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচির আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ডিবি রোডে মানববন্ধন করে গণ উন্নয়ন কেন্দ্র, মহিলা পরিষদ, জলবায়ু পরিষদ, সামাজিক প্রতিরোধ কমিটিসহ একাধিক সংগঠন। 

এসব কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রংপুর

সকালে রংপুর প্রেসক্লাবের সামনে ছাত্র-জনতার প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

এতে বক্তারা ধর্ষক-নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়া রংপুর জেলা স্কুল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা একই দাবিতে মানববন্ধন করেছেন

রাজশাহী

বেলা সাড়ে ১১টা থেকে একঘণ্টা রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পেয়েন্ট সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ষক ও নির্যাতনকারীদের দ্রæত শাস্তির দাবিতে নানা শ্লোগান দেন।

বক্তারা নোয়াখালীতে গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ এবং তানোরের গির্জায় স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।