ধর্ষণের সাজানো মামলা, বাদীর কারাদণ্ড

সাজানো ধর্ষণ মামলা করায় জয়পুরহাটে এক নারীর পাঁচ বছর কারাদণ্ড হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2020, 03:56 PM
Updated : 6 Oct 2020, 03:56 PM

জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী মঙ্গলবার এই রায় দেন। 

দণ্ডিত মুন্নুজান বিবি সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

মুন্নুজান বিবির ওই মামলায় অভিযোগ করা হয়, চলতি বছরের ১ ফেব্রুয়ারি বিষ্ণুপুর গ্রামের মারুফসহ চার জন যুবক বাদীনীর মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে মাদ্রসায় যাওয়ার সময় তুলে নিয়ে ধর্ষণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, আদালতে আইনজীবীদের যুক্তিতর্ক এবং বাদী ও সাক্ষীর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায়, পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে এই সাজানো ধর্ষণ মামলা করা হয়।

তিনি জানান, মিথ্যা মামলা করায় মন্নুজান বিবিকে পাঁচ বছরের কারাদণ্ড ও একই সাথে মারুফ হোসেনকে এ মামলা থেকে অব্যাহতির আদেশ দেওয়া হয়।

এই রায়ে মানুষের সচেতনতা বাড়বে এবং কেউ মিথ্যা মামলা করতে সাহসী হবে না বলে পিপি নৃপেন্দ্রনাথ মনে করেন।

দণ্ডিত মুন্নুজান বিবির আইনজীবী দেলোয়ার হোসেন রায়ে অসন্তুষ্টির কথা জানিয়ে বলেন, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।