কুতুপালং ক্যাম্পে সংঘর্ষ: ৯ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফ থেকে অস্ত্র ও গুলিসহ নয়জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে; যারা কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের সংঘর্ষের ঘটনায় জড়িত ছিল বলে জানিয়েছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2020, 08:23 AM
Updated : 6 Oct 2020, 08:23 AM

মঙ্গলবার ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান।

আটকদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি র‌্যাব।

গত রোববার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ (ইস্ট) এ দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে; এতে ২ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে নিহত এবং ৭ জন আহত হয়।

এছাড়া সংঘর্ষের ঘটনায় আহত আরো ১ জন চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে মারা যান।

মেজর মেহেদী বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত কয়েকজনের অবস্থানের খবর পেয়ে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।

“এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ধাওয়া দিয়ে নয়জনকে আটক করা হয়।এ সময় অস্ত্র, ২০টি গুলি, ২টি ছুরি, ২টি দাসহ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।"

আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে; এ ছাড়া সংঘর্ষের ঘটনায় জড়িত বাকিদের ধরতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান মেহেদী। 

তিনি বলেন, আটকের বিরুদ্ধে মামলার দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।