সাতক্ষীরায় সড়কের পাশে পরিত্যক্ত নবজাতক

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2020, 06:57 PM
Updated : 4 Oct 2020, 06:57 PM

রোববার সন্ধ্যায় তারালী ইউনিয়নের গোলখালি মহাশ্মশান এলাকায় পাওয়া এই ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

পথচারী ইসরাইল বিশ্বাস, আব্দুস সাত্তার ও পঞ্চানন মণ্ডল বলেন, বিকালে তারা মৎস্য ঘেরে যাচ্ছিলেন। পথে গোলখালি মহাশ্মশান এলাকায় আবর্জনাযুক্ত স্থানে একটি বাজারের ব্যাগে নড়াচড়া ও কান্না শুনতে পান। পরে ব্যাগ খুলে তারা ছেলে নবজাতককে দেখেন। তার গায়ে তখন পিঁপড়া ধরেছিল।

তারা নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে জানান। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমান বলেন, ছেলেটি সুস্থ রয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার ৩ থেকে ৪ ঘণ্টা আগে তার জন্ম হয়েছে।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল বলেন, নবজাতকটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তার তত্বাবধানে রয়েছে। তাকে দত্তক দেওয়া হবে। সন্তান নেওয়ায় অক্ষম আগ্রহী পরিবারের পিতা-মাতা আবেদন করতে পারবেন।

তবে সরকারি চাকরিজীবী এমন পরিবারকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে জানান তিনি।