‘তদ্বির বাণিজ্যে’ কারাগারে ছাত্রলীগ নেতা, সংগঠন থেকে বহিষ্কার

‘হত্যা মামলার তদন্ত প্রতিবেদন বদলাতে’ তদ্বিরের অভিযোগে গ্রেপ্তার খুলনার এক ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2020, 06:40 PM
Updated : 4 Oct 2020, 06:40 PM

সংগঠন বহির্ভূত কর্মকাণ্ডের লিপ্ত থাকার অভিযোগে এই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

এক সপ্তাহ আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই তাকে গ্রেপ্তার করেছে। পরে আদালতে স্বীকারোক্তি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

সুরজিত মণ্ডল (২৫) নামের এই যুবক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা এলাকার বাসিন্দা গোলক মণ্ডলের ছেলে।

পিবিআই খুলনার পুলিশ পরিদর্শক একেএম মাহফুজুল হক বলেন, খুলনা নগরীর আহসান আহমেদ রোডের বাসিন্দা ব্যবসায়ী মো. হোসেন সাকের (৫৫) হত্যা মামলার তদন্ত পরিবর্তন করতে সুরজিত মোটা অংকের আর্থিক লেনদেন করেছিলেন। সেই অভিযোগে গত রোববার পিবিআই তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

মাহফুজুল হক আরও বলেন, এ ব্যাপারে সুরজিত আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এদিকে শনিবার খুলনা জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সুরজিতকে সংগঠন থেকে বহিষ্কারের কথা বলা হয়েছে।

জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মফিজুর রহমান মুন্না বলেন, সংগঠন বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকায় সুরজিতকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।