খুলনায় পাটকল চালুর মিছিলে পুলিশের বাধা, আটক ৩

খুলনায় পাটকল চালু ও আধুনিকায়নের দাবিতে ‘পাটকল রক্ষা শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের’ মিছিলে বাধা দিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2020, 03:44 PM
Updated : 4 Oct 2020, 03:44 PM

শহরের খালিশপুর এলাকায় রোববার দুপুরে কফিন নিয়ে তারা এই মিছিল বের করনে।

সিটি পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার মোল্লা জাহাঙ্গীর বলেন, “মিছিল করার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। তাই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।”

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে’ ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।

আটককৃতরা হলেন- বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিফ অনিক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) আহ্বায়ক সুজয় বিশ্বাস ও ‘পাটকল রক্ষা শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের’ সমন্বয়ক রুহুল আমিন।

অপরদিকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা কফিন মিছিলের বিরুদ্ধে আনন্দ মিছিল করেছেন।

খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ নান্নু বলেন, “শ্রমিকরা টাকা পাচ্ছেন। তাই সরকারকে অভিনন্দন জানিয়ে আমরা আনন্দ মিছিল করেছি।”

এলাকা ঘুরে দেখা গেছে, খালিশপুর শিল্পাঞ্চলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বেলা সাড়ে ১২টার পর থেকে নতুন রাস্তা মোড় এলাকার বিআইডিসি সড়কের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। এছাড়া প্রতিটি মিল গেটে বিপুল সংখ্যক শিল্প পুলিশ ও সাধারণ পুলিশ মোতায়েন করা হয়।