ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীকে হত্যার পর স্বামীকে পিটিয়ে আহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাড়িতে ঢুকে স্ত্রীকে হত্যার পর স্বামীকে পিটিয়ে আহত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2020, 03:15 PM
Updated : 4 Oct 2020, 03:15 PM

জেলার এএসপি আনিছুর রহমান জানান, শনিবার রাতে উপজেলার পাকশিমুল গ্রামে হতাহতের এই ঘটনা ঘটে।

নিহত সেলিনা বেগম (৫০) ওই গ্রামের কিতাব আলীর (৬০) স্ত্রী।

কিতাব আলীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবার জানিয়েছে।

নিহত সেলিনা বেগমের বড় মেয়ে রহিমা বেগম বলেন, “শনিবার রাত ১২টার দিকে এক ব্যক্তি দলবল নিয়ে এসে ডাক দেয়। বাবা দরজা খুলে দেন। কিছু বোঝার আগেই বাবাকে গলা চেপে ধরে তারা। এ সময় মা সেলিনা বেগম চিৎকার দিলে তার মাথায় আঘাত করে তারা। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়।”

আর তার বাবাকে পিটিয়ে আহত করা হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।

এএসপি আনিছুর রহমান বলেন, এ ঘটনায় এখনই কিছু বলা যাচ্ছে না। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে।