জমি নিয়ে বিরোধ: সিরাজগঞ্জে ফলার আঘাতে এক প্রবীণের মৃত্যু

সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2020, 08:36 AM
Updated : 4 Oct 2020, 08:36 AM

রোববার সকালে উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের চর জোকনালা গ্রামের এ সংঘর্ষে আরো অন্তত আট জন আহত হয়েছেন।

নিহত গোলাম মোস্তফা (৬০) ওই গ্রামের সাদেক আলীর ছেলে।

আহতদের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম বলেন, ওই গ্রামের সাবেক মেম্বার রশিদ সরকার গ্রুপ এবং আওয়াল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে বেশ কয়েক দফায় সালিশ হলেও বিষয়টি মীমাংসা হয়নি।

“সেই দ্বন্দ্বের জেরে দুপক্ষ আজ সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। প্রতিপক্ষের ধারালো ফলার আঘাতে আওয়াল গ্রুপের গোলাম মোস্তফা ঘটনাস্থলেই মারা যান।

এতে উভয়পক্ষের আরো অন্তত আট জন আহত হয়েছে বলেন তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আহতের হাসপাতালে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।