কুতুপালং ক্যাম্পে সংঘর্ষে দুই রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2020, 08:25 AM
Updated : 4 Oct 2020, 08:25 AM

রোববার ভোরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ (ইস্ট) এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছে বলে জানান অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা।

নিহতরা হলেন, ইমাম শরীফ (৩০) ও শামশুল আলম (২৮)।  তারা রোহিঙ্গা ক্যাম্প-২ (ইস্ট) এর বাসিন্দা।

তবে আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

কমিশনার সামছু-দৌজা বলেন, রোববার ভোরে উখিয়ার কুতুপালং ক্যাম্পে পুরাতন ও নতুন রোহিঙ্গাদের মধ্যে আধিপত্য বিস্তারের জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ জন নিহত এবং সাতজন আহত হয়েছে।

" সকালে পুলিশ গুলিবিদ্ধ দুই জনের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

“আহতদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। "

অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী কমিশনার বলেন, " প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি। "

তবে গত এক মাস ধরে রোহিঙ্গাদের মধ্যে বিবাদমান দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের জেরে উত্তেজনা চলছিল বলেও জানান সামছু-দৌজা।