বান্দরবানে পর্যটক নিখোঁজ

বান্দরবানের থানচিতে এক পর্যটক নিখোঁজ হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বান্দরবান প্রতিনিথিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2020, 04:18 PM
Updated : 3 Oct 2020, 04:18 PM

থানচি থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, থানচির নাফাকুম জলপ্রপাত থেকে ফেরার পথে একটি খাল পার হওয়ার সময় শনিবার বেলা সাড়ে ১০টার দিকে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ কাজী জিকারুল ইসলাম (৩৫) ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা।

ওসি সাইফুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ঢাকা থেকে ১৩ জনের একদল পর্যটক নাফাকুম জলপ্রপাত দেখতে যান। ফেরার পথে তারা একটা খাল পার হওয়ার সময় একজন নিখোঁজ হন। প্রথমে গাইডসহ তিনজন খালে পড়ে যান। তাঁদের বাঁচাতে অপর দুইজন এগিয়ে গেলে জিকারুল নামে একজন নিখোঁজ হন।

পর্যটক দলের দুইজন দুপুরে থানায় এসে খবর দিলে পুলিশের একটি দল পাঠানো হয়। তারা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে জানান ওসি সাইফুদ্দিন আনোয়ার।

থানচির পর্যটক গাইড উসাই মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকে বলেন, নাফাকুম জলপ্রপাত পর্যটকদের কাছে জনপ্রিয়। থানচি শহর থেকে ইঞ্জিনচালিত নৌকায় দুই ঘণ্টায় রেমাক্রি, সেখান থেকে প্রায় দুই ঘণ্টার মত হাঁটলে নাফাকুম জলপ্রপাতে পৌঁছানো যায়।