ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2020, 02:38 PM
Updated : 3 Oct 2020, 02:38 PM

ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফিরোজ জামান জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

মৃত মাহিদুল ইসলাম (৫৪) সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী স্বাস্থ্যকর্মী ছিলেন। তিনি সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের প্রয়াত শওকত আলী ছেলে।

ফিরোজ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ১৭ সেপ্টেম্বর মাহিদুল ইসলামের নমুনা সংগ্রহ করা হয়। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা শেষে গত ২৪ সেপ্টেম্বর তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সদর হাসপাতালের আইসোশেন ওয়ার্ডে তার চিকিৎসা চলছিল।

“অবস্থার অবনতি হলে গত ২৭ সেপ্টেম্বর তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

এ নিয়ে ঠাকুরগাঁও জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জন মারা গেলেন বলে জানান ডা. ফিরোজ জামান।

তিনি বলেন, এ পর্যন্ত ঠাকুরগাঁও জেলায় ছয় হাজার ১৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ছয় হাজার ৬৪ জনের ফলাফল পাওয়া গেছে; যাদের মধ্যে এক হাজার ১৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। তাদের মধ্যে ৭৮৭ জন সুস্থ হয়েছেন।