কিশোরীকে অপহরণের অভিযোগে বরগুনায় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরীকে অপহরণের অভিযোগে বরগুনায় এক সাংবাদিককে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়েছে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2020, 12:14 PM
Updated : 3 Oct 2020, 12:14 PM

জেলার মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, বরগুনা থানায় অপহরণ মামলা করার পর তাকে আটক ও কিশোরীকে উদ্ধার করা হয়।

আটক মো. আবদুল আজিম সময় টিভির স্টাফ রিপোর্টার ও বরগুনা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক।

বরগুনা পৌরশহরের নাথপট্টি সড়কের হিন্দু ধর্মালম্বী নবম শ্রেণি পড়ুয়া কিশোরীকে অপহরণের অভিযোগে শুক্রবার রাতে তিনজনের বিরুদ্ধে বরগুনায় থানায় মামলা হয়।

অন্য দুই আসামি হলেন একাত্তর টিভির বরগুনা প্রতিনিধি বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন টিটু ও আজিমের সহযোগী শুভ সেন নামে এক ব্যক্তি।

বরগুনা থানার ওসি তরিকুল ইসলাম তারেক বলেন, মহিপুর থানার পুলিশ শনিবার ভোরে আজিমকে গ্রেপ্তারের পর বরগুনা থানায় আনা হয়। বেলা ১২টার দিকে তাকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়। কিশোরীকে তার বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। অন্য দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, পর্যটন এলাকার আবাসিক হোটেল গোল্ডেন ইন থেকে আজিমকে গ্রেপ্তার ও একই কক্ষ থেকে কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। বরগুনা থানা থেকে খবর পেয়ে পুলিশ ওই হোটেলে অভিযান চালায়।