ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার ওপরে, ‘ডুবল পেঁয়াজের বীজতলাও’

চতুর্থ দফায় ফরিদপুর অঞ্চলের নদ-নদীর পানি এ সপ্তাহ ধরে বেড়েই চলছে; পদ্মার নদীর পানি গোয়ালন্দে বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপরে উঠেছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2020, 08:35 AM
Updated : 3 Oct 2020, 08:35 AM

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, “গত ১২ ঘণ্টায় পদ্মার নদীর গোয়ালন্দ পয়েটে পাঁচ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।”

তবে প্রতিদিন আবারো পদ্মা, মধুমতি ও আড়িয়ালখার পানি বাড়লেও এ বৃদ্ধির হার কম বলে জানান তিনি।

ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউপির চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু জানান, চরাঞ্চলের মানুষের জীবীকার প্রধান উৎস কৃষি। কিন্তু এবারের বন্যায় এ মানুষরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে।

“প্রথম ও দ্বিতীয় দফা বন্যায় ভূট্টা, বাদাম, পাটের ক্ষতি হয়েছে। এখন আবার পদ্মার পানি বেড়ে যাওয়া কলাই, পেঁয়াজ বীজ তলা তলিয়ে গেছে।”

কয়েকদিনে চরের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করায় গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিচ্ছে বলেও জানান তিনি।