উখিয়ার পাহাড়ে ‘অস্ত্র তৈরির কারিগর’ আটক

কক্সবাজারের উখিয়ার পালংখালীর পাহাড় থেকে আগ্নেয়াস্ত্র ও সরঞ্জামসহ দুই ব্যক্তি আটক হয়েছেন, যাদের অস্ত্র তৈরির কারিগর বলছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2020, 04:41 PM
Updated : 2 Oct 2020, 05:30 PM

শুক্রবার সন্ধ্যায় পালংখালীর মধুরছড়া পাহাড়ে এ অভিযান চালানো হয় বলে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান।

আটকরা হলেন মহেশখালী উপজেলার বাসিন্দা আবু মজিদ ওরফে কানা মজিদ ও রবি আলম। 

এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে পালংখালীর গহীন পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরি করে রোহিঙ্গাদের সরবরাহ করে আসছিল বলে র‌্যাবের ভাষ্য।

মেজর মেহেদী বলেন, শুক্রবার বিকালে পালংখালীর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত গহীন পাহাড়ে কিছু অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মধুরছড়া নামের একটি পাহাড় থেকে দুই জনকে আটক করা হয়।

“পরে তাদের অবস্থান নেওয়া একটি কুড়ে ঘর থেকে দেশে তৈরি দুইটি বন্দুক, দুইটি গুলি ও বেশকিছু অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।”

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, আটকরা মহেশখালী থেকে এসে পালংখালীর গহীন পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরি করে রোহিঙ্গাদের কাছে সরবরাহ করত। তারা দীর্ঘদিন ধরে এই অস্ত্র তৈরির কাজ চালিয়ে আসছে।