শিমুলিয়ায় ২৮ ঘণ্টা পর আবার ফেরি চলাচল শুরু

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ২৮ ঘণ্টা বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2020, 01:30 PM
Updated : 2 Oct 2020, 01:30 PM

শিমুলিয়া ঘাট থেকে শুক্রবার বিকাল পৌনে ৩টায় একটি ফেরি কাঁঠালবাড়ি ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে বলে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. সফিকুল ইসলাম জানান।

তিনি বলেন, নাব্য সংকটে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এরপর ড্রেজিং করে পদ্মা  সেতু  চ্যানেলটি  ফেরি চলাচল উপযোগী করে আবার ফেরি চলাচল শুরু করা হল।

এই নিয়ে গত ২৯ দিনে পাঁচ দফায় ১৭ দিন ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার সচল হল। এছাড়া রাতে ফেরি বন্ধ থাকছে টানা ৩৫ দিন ধরে।

নাব্য সংকটে এবং স্রোতে কয়েক মাস ধরে এই নৌপথে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। গত ৩ সেপ্টেম্বর ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তার আট দিন পর ১১ সেপ্টম্বর আবার ফেরি চলাচল শুরু হলেও স্বাভাবিক হয়নি। একবার চালু হচ্ছে এক-দেড় দিনের মধ্যে আবার বন্ধ হয়ে যাচ্ছে।

আরও পড়ুন