রাজশাহীতে দাহ্য পদার্থে দগ্ধ কিশোরী বধূ

‘স্বামীর বাড়ি যেতে না চাওয়ায়’ রাজশাহীতে এক কিশোরী গৃহবধূকে অ্যাসিডে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2020, 11:42 AM
Updated : 2 Oct 2020, 11:42 AM

শুক্রবার ভোররাতে গোদাগাড়ী উপজেলার রানীনগর গ্রামে এই ঘটনা ঘটে বলে গোদাগাড়ী থানার ওসি খায়রুল ইসলাম জানিয়েছেন।

এই ঘটনার পর তার স্বামী মুরাদ আলী (৩০) সপরিবারে আত্মগোপনে চলে গেছেন বলে ওসি জানান।

প্রতীকী ছবি

১৫ বছর বয়সী ওই কিশোরীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেয়েটির বরাত দিয়ে ওসি খায়রুল ইসলাম বলেন, দেড় বছর আগে ভালোবেসে মুরাদ আলীকে বিয়ে করেন এই কিশোরী। তাদের দুজনেরই বাড়ি রানীনগর গ্রামে। সম্প্রতি এই কিশোরী বধূ স্বামীর সঙ্গে থাকতে অস্বীকৃতি জানান। তাই গত চার মাস ধরে বাবা-মার কাছে বসবাস করছিলেন।

মেয়েটি ও তার মায়ের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার ভোররাতে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে তরল দাহ্য পদার্থ নিক্ষেপ করে মুরাদ আলী দৌড়ে পালিয়ে গেছেন। এতে তার মুখ এবং গলার অংশ পুড়ে গেছে।