কক্সবাজারে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় রোহিঙ্গা শিক্ষক গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে নয় বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় এক রোহিঙ্গা শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2020, 08:45 AM
Updated : 2 Oct 2020, 09:53 AM

বৃহস্পতিবার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান।

এর আগে বৃহস্পতিবার বিকালে উত্তর শিলখালী আলহেরা ইবতেদায়ী নুরানী মাদ্রাসায় এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তার মৌলভী নুরুল হক (২০) ওই মাদ্রাসাটির শিক্ষক; সে টেকনাফের স্থানীয় এক রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

ওই ছাত্রী মাদ্রাসার চতুর্থ শ্রেণীতে পড়ে।

মামলার বরাতে ওসি হাফিজুর বলেন, বৃহস্পতিবার বিকালে ওই ছাত্রী মাদ্রাসায় পড়তে যায়। এক পর্যায়ে মাদ্রাসর একটি কক্ষে নূরুল তাকে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে পালিয়ে যায়।

মেয়েটির বাবার বরাতে ওসি বলেন, পরে মেয়েটি বাড়ি ফিরে ঘটনাটি তার মাকে জানায়। পরে সন্ধ্যায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। “

কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নওশাদ রিয়াদ বলেন, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সে হাসাতালে চিকিৎসাধীন রয়েছে।