ঠাকুরগাঁওয়ে চার হাত-পা ভেঙে দেওয়া সেই নারীর মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলায় স্বামীর রডের পিটুনিতে চার হাত-পা ভেঙে যাওয়া সেই নারীর মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2020, 05:23 PM
Updated : 1 Oct 2020, 05:23 PM

সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ দিন চিকিৎসা পর পারভিন আক্তার (২৪) নামে এই নারী বৃহস্পতিবার বিকেলে মারা যান।

পারভিন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের মালঞ্চা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

গত ১৮ সেপ্টেম্বর তার স্বামী নূর ইসলামকে পিটিয়ে তার চার হাত-পা ভেঙে দেন। এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় মামলা করেন পারভিনের বাবা। সেই মামলায় নূর ইসলাম গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন।

ওসি তানভিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নূর ইসলাম তার স্ত্রীকে ঘরের দরজা ভেতর থেকে তালা দিয়ে বন্ধ করে লোহার রড দিয়ে পিটিয়ে দুই হাত ও দুই পা ভেঙে দেন। পরে পরিবারের লোকজন দরজা ভেঙে পারভিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পারভিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পারভিন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

নূর ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছিল। সেটা এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে বলে জানান ওসি তানভিরুল ইসলাম।