বিলীন হচ্ছে মুন্সীগঞ্জের পদ্মা রিসোর্ট

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মার ভাঙনে বিলীন হতে বসেছে জনপ্রিয় পদ্মা রিসোর্ট।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2020, 02:35 PM
Updated : 1 Oct 2020, 02:35 PM

সরেজমিনে দেখা গেছে, লৌহজং থানার সামনে পদ্মার চরের প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা রিসোর্টের ১৬টি কটেজের মধ্যে ১০টি ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি ছয়টিও হুমকির মুখে।

রিসোর্টের পরিচালক সাদেক হোসেন মান্নান বলেন, “রিসোর্টের সামনে দুই একর জায়গার পুরোটাই ভেঙে গেছে। আমাদের প্রচুর ক্ষতি হয়েছে। বেশ কিছু স্থাপনা ভেঙে যাওয়ার পর ক্ষতি কমানোর জন্য কটেজগুলো ভেঙে সরিয়ে নিচ্ছি। ১৬টির মধ্যে আর ছয়টি কটেজ এখনও আছে। সেগুলোও ভেঙে ফেলা হবে।

“বহু মানুষ পদ্মা রিসোর্টটি চেনে; বেড়াতেও আসে। যদি ভাঙন থেমে যায় তাহলে আবার নির্মাণের ইচ্ছা আছে। তবে পুরো জায়গা বিলীন হলে তা আর সম্ভব হবে না।”

বুধবার রিসোর্ট এলাকায় ভাঙন শুরু হয়েছে।

সরেজমিনে বৃহস্পতিবার দেখা গেছে, জনা বিশেক মিস্ত্রি ও শ্রমিক নদীভাঙনের সঙ্গে পাল্লা দিয়ে কটেজ ভেঙে সরিয়ে নিতে হিমশিম খাচ্ছেন।

রিসোর্টের ব্যবস্থাপক আতিক হাসান বলেন, পদ্মার ভাঙনে ১৬টি কটেজের মধ্যে এখন ১০টি ব্যবহারের অনুপোযোগী। তার মধ্যে চারটি ইতোমদ্যে ভেঙে ফেলা হয়েছে। অন্যগুলো ভাঙার কাজ চলছে। আর যে ছয়টি এখনও ভাল আছে সেগুলো ভেঙে ফেলতে হবে হয়ত।

রিসোর্টে ২২ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন বলে তিনি জানান।

লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন বলেন, এই রিসোর্টের সামনেই লৌহজং থানা। এখানে অনেক ভিআইপি অতিথি আসতেন।