চুয়াডাঙ্গায় শঙ্খধ্বনি-উলুধ্বনি প্রতিযোগিতা

বাংলাদেশসহ সমগ্র পৃথিবীর করোনাভাইরাস মুক্তির প্রার্থনায় শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতা হয়েছে চুয়াডাঙ্গায়।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2020, 01:48 PM
Updated : 1 Oct 2020, 01:48 PM

জেলা শহরের ফেরিঘাট রোডের সত্যনারায়ণ মন্দিরে বৃহস্পতিবার বিকেলে এ প্রতিযোগিতা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুয়াডাঙ্গা শাখা এ প্রতিযোগিতার আয়োজন করে।

পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি প্রতিযোগিতা অনলাইনে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। প্রতিযোগিতা অনুষ্ঠানে পরিষদের চুয়াডাঙ্গা শাখার আহ্বায়ক কিশোর কুমার আগরওয়ালা, যুগ্ন আহ্বায়ক প্রশান্ত অধিকারী, সদস্যসচিব কিশোর কুমার কুণ্ডু ও পরিষদের সদস্য সুরেশ কুমার আগরওয়ালা অনুষ্ঠানে ছিলেন।

প্রতিযোগিতায় উলুধ্বনিতে জেলার জীবননগর উপজেলার উথলীর নমিতা শর্মা প্রথম, দামুড়হুদা উপজেলার শৈলী বিশ্বাস দ্বিতীয় ও দামুড়হুদার মিতু দেবনাথ তৃতীয় হন।

শঙ্খধ্বনিতে প্রথম হনন দামুড়হুদার মমতা রানী। আলমডাঙ্গা উপজেলার অসিমা ভারতী দ্বিতীয় এবং আলমডাঙ্গা উপজেলার আল্পনা তৃতীয় হন । সব প্রতিযোগীকে উপহার হিসেবে ক্রেস্ট দেওয়া হয়েছে।